সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

খাগড়াছড়ি জেলা পুলিশের উদ্যোগে শীতার্তদের মধ্যে এসপির শীতবস্ত্র বিতরণ 

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ি জেলা পুলিশের উদ্যোগে শীতার্তদের মধ্যে এসপির শীতবস্ত্র বিতরণ 

খাগড়াছড়িতে অসহায় ছিন্নমূল নিম্ন আয়ের শীতার্ত মানুষের মধ্যে রাতের আঁধারে উষ্ণতা ছড়িয়ে দিলেন খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)। গত রোববার রাতে পৌর শহরের বিভিন্ন ওয়ার্ডে খাগড়াছড়ি জেলা পুলিশের উদ্যোগে জেলায় শতাধিক শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পুলিশ সুপার।

এসময় খাগড়াছড়ি অতিরিক্ত পুলিশ সুপার মো. জসীম উদ্দিন, খাগড়াছড়ি সদর থানার ওসি মো. তানভীর হাসান, ট্রাফিক ইন্সপেক্টর সুপ্রিয় দেবসহ পুলিশের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শীতে জেলা পুলিশের উপহার শীতবস্ত্র পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পুলিশ সুপার মুক্তা ধরের প্রতি।

খাগড়াছড়ি পুলিশ সুপার বলেন, পাহাড়ে প্রচন্ড এই শীতে অসহায় ও নিম্ন আয়ের মানুষেরা প্রচুর কষ্ট করেন। তাদের কষ্ট লাঘবে জেলা পুলিশের উদ্যোগে ছিন্নমূল শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। 

টিএইচ